ছয়গাঁও যুব সংঘ
সুদৃঢ় বন্ধনে সুন্দর আগামী
ছয়গাঁও যুব সংঘ
সুদৃঢ় বন্ধনে সুন্দর আগামী
১. সংঘের অর্থ আত্মসাৎ করলে সাধারন সদস্য পদের অবসান ঘটবে এবং দেশের প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।
২. ইচ্ছাপূর্বক সংস্থার আইন নিয়মাবলী ধারা ও উপধারা বা সংঘের প্রণীত কোন নিয়ম লংঘন করলে।
৩. পর পর ০৬ (ছয়) মাসের চাঁদা বাকী থাকিলে ।
৪. বিনা কারনে পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকিলে।
৫. মৃত-পাগল, দেউলিয়া এবং কোর্ট কর্তৃক দোষী সাব্যস্ত হইলে।
৬. রাষ্ট্র বিরোধী কোন কাজে জড়িত বা লিপ্ত থাকিলে।
৭. যুক্তি সংগত কারণ ছাড়া সংঘের কার্যক্রম হইতে ০৬ (ছয়) মাস নিষ্ক্রিয় থাকিলে।