ছয়গাঁও যুব সংঘ
সুদৃঢ় বন্ধনে সুন্দর আগামী
ছয়গাঁও যুব সংঘ
সুদৃঢ় বন্ধনে সুন্দর আগামী
১. সভাপতি : তিনি কার্যকরী পরিষদের গঠনতন্ত্র মোতাবেক ক্লাবের প্রধান হইবেন। ক্লাবের প্রণীত গঠনতন্ত্র মোতাবেক ঘোষিত নীতিমালা ও আদর্শ উদ্দেশ্যাবলী বাস্তবায়নের জন্য কার্যকরী পরিষদের পরিচালনার প্রধান ভূমিকা পালন করিবেন। তিনি সকল প্রকার সভাতে সভাপতিত্ব করিবেন। সভাপতি সংঘের সাধারন সম্পাদককে ক্লাবের বিভিন্ন প্রকার সভা আহবানের নির্দেশ দিবেন। কোন সিদ্ধান্তের ক্ষেত্রে সভাপতির বিশেষ ক্ষমতাবলে একটি কাষ্টিং ভোট প্রদান করিতে পারিবেন এবং অতিরিক্ত খরচ নির্বাহের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা হাতে রাখিতে পারিবেন।
২. সহ-সভাপতি : সভাপতির অনুপস্থিতিতে সহ-সভাপতি ক্রমিক অনুযায়ী সভাপতির দায়িত্ব পালন করিবেন। ইহা ছাড়া প্রত্যেকেই পরিষদের নির্দেশক্রম যে কোন দায়িত্ব পালন করিতে বাধ্য থাকিবেন।
৩. সাধারণ সম্পাদক : সাধারণ সম্পাদক ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে সভাপতির সার্বিক তত্ত্বাবধায়ন ও পরিচালনায় সংঘের কার্যনির্বাহী পরিষদের পক্ষে বিভিন্ন সম্পাদকগণের সহযোগীতায় গঠনতন্ত্র মোতাবেক সকল সদস্যদের সঙ্গে যোগাযোগ, সভার আয়োজন, সভার কার্যবিবরণী সম্পাদন ও নিয়ন্ত্রন করবে এবং সমন্বয় সাধন করিবেন। ক্লাবের ব্যয়িত টাকা ভাউচার অনুমোদনের জন্য সভায় উপস্থাপন আয়-ব্যয়ের হিসাব নিয়ন্ত্রন ও বার্ষিক হিসাব উপস্থাপন করিবেন। ক্লাবের দৈনন্দিন প্রয়োজনীয় কার্যাদি ও সে জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয়ের বিধিবন্ধ ব্যবস্থার ভিতর সাধারন সম্পাদক পালন করিবেন। এ জাতীয় দৈনন্দিন খরচ পত্র নির্ধারণের জন্য সর্বোচ্চ ৫০০/- (পাঁচশত) টাকা নগদ/ক্যাশ হাতে রাখিতে পারিবেন। তবে যে কোন খরচ পরবর্তী কার্যকরী পরিষদের সভাতে যথাযথ অনুমোদন করাইয়া নিতে হইবে।
৪. সহ-সাধারণ সম্পাদক : সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে সহ-সাধারন সম্পাদক তাহার সকল দায়-দায়িত্ব পালন করিরেন এবং কার্যকরী পরিষদ কর্তৃক প্রদত্ত দায়-দায়িত্ব পালন করিবেন।
৫. কোষাধ্যক্ষ : তিনি ক্লাবের সকল প্রকার আর্থিক বিষয়ে দায়িত্ব পালন করিবেন। ক্লাবের যত প্রকার ভাউচার ও সদস্যদের মাসিক চাঁদার হিসাব নিকাশ সংরক্ষণ করিবেন। ক্লাবের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব নিকাশ অডিট করানোর জন্য সকল প্রকার প্রস্তুতি তিনি সংরক্ষণ করিবেন। রশিদের মাধ্যমে সদস্যদের মাসিক চাঁদা আদায় করিবেন।
৬. সহ কোষাধ্যক্ষ : তিনি কোষাধ্যক্ষের অনুপস্থিতিতে তিনি কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করিবেন। ক্লাবের যত প্রকার ভাউচার ও সদস্যদের মাসিক চাঁদার হিসাব নিকাশ সংরক্ষণ করিবেন। ক্লাবের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব নিকাশ অডিট করানোর জন্য সকল প্রকার প্রস্তুতি তিনি সংরক্ষণ করিবেন। রশিদের মাধ্যমে সদস্যদের মাসিক চাঁদা আদায় করিবেন।
৭. সাংগঠনিক সম্পাদক : সংগঠন গতিশীল ও শক্তিশালী করার স্বার্থে যাবতীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করিবেন। বিশেষ করে সদস্যদের সংখ্যা বৃদ্ধি এবং সংঘের উন্নয়নের জন্য কার্যক্রম গ্রহণ করা তাহার দায়িত্ব।
৮. ক্রীড়া সম্পাদক : সংগঠনের পক্ষ হইতে যাবতীয় ক্রীড়ার আয়োজন, ক্রীড়া প্রতিযোগিতা, ক্রীড়া সামগ্রী ক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিবেন। তিনি ক্রীড়া সংক্রান্ত প্রতিযোগিতার কর্মসূচী প্রস্তত করিবেন এবং কার্যকরী পরিষদের সভায় পেশ করিবেন।
৯. সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : তিনি সাহিত্য বিষয়ক সকল প্রকার দায়িত্ব পালন করিবেন। সাহিত্য রচনা, গল্প, প্রবন্ধ রচনা, দেওয়াল পত্রিকা প্রকাশ, পাঠাগার পরিচালনা, দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা পাঠের ব্যবস্থা করিবেন। এছাড়া কার্যকরী পরিষদ কর্তৃক দেয়া দায়িত্ব পালন করিবেন। সংগঠনের সদস্যগণের মধ্যে সাংস্কৃতিক প্রতিভাকে বিকাশ ঘটানো তাহার অন্যতম দায়িত্ব। এ জন্য তিনি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করিবেন। বিশেষ করে যাত্রা, নাটক, থিয়েটার ও বিভিন্ন প্রকার গানের আয়োজন করিবেন। তিনি তাহার কার্যক্রমের বাজেট প্রস্তুত করিয়া কার্যকরী সভায় পেশ করিবেন।
১০. সমাজকল্যাণ সম্পাদক : সমাজের তথ্য সংগঠনের মধ্যে কল্যাণ সাধন করাই তাহার কার্যক্রমের প্রধান লক্ষ্য। বেওয়ারিশ লাশ দাফন করা সমাজের দুঃস্থ ও অসহায় ভূমিহীন জনসাধারণের কল্যাণমূখী কর্মসূচী গ্রহণ করা ও কার্যকরী পরিষদ সভায় পেশ করা তাহার দায়িত্ব।
১১. দপ্তর সম্পাদক : তিনি ক্লাবের তালাচাবি বহন এবং সময়মত অফিস ঘর খুলিবেন ও বন্ধ করিবেন। যাবতীয় রেকর্ডপত্র যথাযথভবে সংরক্ষণ করিবেন। ইহা ছাড়া কার্যকরী পরিষদ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করিবেন।
১২. প্রচার সম্পাদক : ক্লাবের কার্যক্রমকে জনগণের কাছে তুলে ধরাই হইল তার সাংবিধানিক দায়িত্ব। ইহা ছাড়া সকল প্রকার সভার নোটিশ সদস্যের মধ্যে পৌছানোর দায়িত্ব প্রচার সম্পাদকের। এ বিষয়ে তিনি কার্যকরী পরিষদের মতামত গ্রহণ করিবেন।
১৩. নির্বাহী সদস্য : সভাপতি ও সাধারন সম্পাদকের সকল প্রকার কাজে কার্যকরী সদস্যগণ সহায়তা করিবেন এবং সাধারণ পরিষদের সভায় উপস্থিত হয়ে মতামত প্রকাশ করিবেন। কার্যকরী পরিষদ কর্তৃক দেয়া দায়িত্ব পালন করিতে বাধ্য থাকিবেন।