ছয়গাঁও যুব সংঘ
সুদৃঢ় বন্ধনে সুন্দর আগামী
ছয়গাঁও যুব সংঘ
সুদৃঢ় বন্ধনে সুন্দর আগামী
গঠনতন্ত্রের যে কোন বিষয়ের উপর সংশোধনী আনয়নের জন্য সংশোধনী অনুমোদনের প্রস্তাবলী সাধারণ পরিষদের সভায় উপস্থাপন করিতে হইবে এবং যথা নিয়মে সাধারণ পরিষদের তিন ভাগের দুই ভাগ সদস্যের অনুমোদনক্রমে উহা সংশোধনী চূড়ান্তভাবে গৃহিত হইবে। সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত/গৃহিত সংশোধনী নিবন্ধীকরণ কর্তৃপক্ষের নিকট চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হইবে। নিবন্ধীকরণ কর্তৃপক্ষ কর্তৃক চূড়ান্তভাবে অনুমোদিত হইলে ঐ অনুমোদন বা সংশোধনী কার্যকরী বলিয়া বিবেচিত হইবে।