ছয়গাঁও যুব সংঘ
সুদৃঢ় বন্ধনে সুন্দর আগামী
ছয়গাঁও যুব সংঘ
সুদৃঢ় বন্ধনে সুন্দর আগামী
জানুয়ারী মাসের মধ্যে সংঘের সাধারণ নির্বাচন সম্পন্ন করিতে হইবে।
১. প্রতি ০২ (দুই) বৎসর অন্তর অন্তর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে। সংঘের নিরপেক্ষ সদস্যবর্গ যাহারা কার্যকরী পরিষদের নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক নহেন এমন ব্যক্তিবর্গের মধ্যে হইতে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন বর্তমান কার্যকরী পরিষদ কর্তৃক গঠন করিতে হইবে। উক্ত নির্বাচনে কমিশনের প্রধানকে নির্বাচন কমিশনার বলা হইবে এবং অন্য দুইজন সহযোগীকে সহকারী নির্বাচন কমিশনার বলা হইবে।
২. উক্ত নির্বাচন কমিশন ০১ (এক) মাসের নোটিশে নির্বাচন তফসিল ঘোষণা করিবেন এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করণের লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করিবেন।
৩. উক্ত নির্বাচন কমিশনকে সহায়তা করার লক্ষ্যে সংঘের কার্যকরী পরিষদ নির্বাচন কমিশনের প্রয়োজন অনুযায়ী কাজ করিতে বাধ্য থাকিবেন এবং প্রয়োজন বোধে সাধারণ পরিষদের সাহায্য ও সহায়তা নির্বাচন কমিশন গ্রহন করিতে পারিবেন।
৪. নির্বাচনের গোপনীয়তা রক্ষার্থে প্রয়োজন বোধে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গৃহিত হবে।
৫. নিবাচন কমিশন যথারীতি নির্বাচনের ফলাফল লিখিতভাবে নির্বাচন সম্পন হওয়ার সঙ্গে সঙ্গেই ঘোষণা করিবেন।
৬. কার্যকরী পরিষদের কোন পদে দুই বা ততোধিক প্রার্থী সমান সংখ্যক ভোট পাইলে উহা লটারীর মাধ্যমে চুড়ান্ত ফয়সালা করা হইবে।
৭. সাধারণ পরিষদের সভা আহবান পূর্বক সাধারণ সদস্যদের তিন ভাগের দুই ভাগ সদস্য যদি কার্যকরী পরিষদ গঠনের প্রস্তাবের পক্ষে সাধারণ সভায় সাধারণ সম্পস্যগণ উপস্থিত হয়ে স্বাক্ষরের মাধ্যমে রায় দিলে কার্যকরী পরিষদ গঠন করা হইবে।
৮. সাধারণ সভার মাধ্যমে যদি কার্যকরী পরিষদ গঠন করা হয় তাহা যথাযথভাবে চুড়ান্ত কার্যকরী বলিয়া বিবেচিত হইবে এবং গঠনকৃত কার্যকরী পরিষদ নিবন্ধীকরণ কর্তৃপক্ষের সদয় অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত ভাবে কার্যকরী বলিয়া গণ্য হইবে।
৯. নব-নির্বাচিত কার্যকরী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার ১৫ (পর) দিনের মধ্যে দায়িত্বভার গ্রহণ করিবেন এবং বিদায়ী কার্যকরী পরিষদ উক্ত সময়সীমার মধ্যে দায়িত্বভার নব-নির্বাচিত পরিষদের নিকট হস্তান্তর করিতে বাধ্য থাকিবেন।
১০. নির্বাচন কমিশনের রায়ই চূড়ান্ত বলিয়া বিবেচিত হইবে।