ছয়গাঁও যুব সংঘ
সুদৃঢ় বন্ধনে সুন্দর আগামী
ছয়গাঁও যুব সংঘ
সুদৃঢ় বন্ধনে সুন্দর আগামী
১। সাধারন সদস্য। ২। কার্যকরী সদস্য। ৩। দাতা সদস্য
৪। আজীবন সদস্য। ৫। প্রতিষ্ঠাতা সদস্য ।
১. সাধারণ সদস্য: উক্ত এলাকার যে কোন বিবেকবান এবং সৎ চরিত্রবান ব্যক্তি এই সংঘের আদর্শ ও উদ্দেশ্যের উপর বিশ্বাসী হইয়া নির্দিষ্ট মাসিক চাঁদ ও ভর্তি ফি প্রদান পূর্বক সাধারন সদস্য পদ লাভ করিতে পারিবেন। তাহাদের প্রত্যেকের ভোটাধিকার ক্ষমতা থাকিবে। সাধারন সভায় অংশগ্রহণ সহ বিবিধ কার্যক্রমে তাহারা অংশগ্রহণ করিবেন।
২. কার্যকরী সদস্য: সাধারন সদস্যদের দ্বারা নির্বাচিত পরিষদের সকল সদস্যগণই কাৰ্যকরী সদস্য হিসাবে গন্য হইবেন। তাহারা যাবতীয় সভায় অংশগ্রহণ ও বিবিধ কর্মকান্ড বাস্তবায়ন করিবেন।
৩. দাতা সদস্য: যদি কোন ব্যক্তি সংঘের প্রতি উৎসাহী হইয়া এককালীন ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা বা তার অধিক টাকা বা সমমূল্যের সম্পদ দান করেন তাহাকে সংঘের দাতা সদস্য হিসাবে গন্য করা হইবে। তাহাদের ভোটাধিকার থাকিবে। তাহারা কার্যকরী পরিষদে অংশগ্রহণ করিতে পারিবে।
৪. আজীবন সদস্য: যদি কোন ব্যক্তি সংঘের প্রতি উৎসাহী হইয়া এককালীন ১০,০০০/- (দশ হাজার) টাকা বা তার অধিক টাকা বা সমমূল্যের সম্পদ দান করেন তাহাকে সংঘের আজীবন সদস্য হিসাবে গন্য করা হইবে।
৫. প্রতিষ্ঠাতা সদস্য: রেজিষ্ট্রেশন কালীন সকল সদস্যই সংঘের প্রতিষ্ঠাতা সদস্য।