ছয়গাঁও যুব সংঘ
সুদৃঢ় বন্ধনে সুন্দর আগামী
ছয়গাঁও যুব সংঘ
সুদৃঢ় বন্ধনে সুন্দর আগামী
কার্যকরী পরিষদের সহায়তার জন্য ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট
একটি উপদেষ্টা পরিষদ মনোয়ন করিতে পারিবেন। ০১ জন প্রধান উপদেষ্টা বাকী ০৪ জন সদস্য। প্রয়োজন বোধে কার্যকরী পরিষদ বিশেষ পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদের মতামত/পরামর্শ গ্রহণ করিতে পারিবে। সাধারণ সদস্যদের মধ্য হইতে সামাজিক মর্যাদা সম্পন্ন, বয়োজেষ্ঠ্য ও সমাজ সেবামূলক কাজে অবদান রাখিতে সক্ষম/আগ্রহী এমন ব্যক্তিবর্গ এই উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে গ্রহণ করা হইবে। উপদেষ্টা পরিষদের কার্যক্রমের মেয়াদ কাল ও কার্যকরী পরিষদের কার্যকাল সমান হইবে।