ছয়গাঁও যুব সংঘ
সুদৃঢ় বন্ধনে সুন্দর আগামী
ছয়গাঁও যুব সংঘ
সুদৃঢ় বন্ধনে সুন্দর আগামী
সদস্যদের নিকট হইতে প্রাপ্ত ভর্তি ফি, মাসিক চাঁদা দান, এককালীন অনুদান, এলাকাবাসীদের নিকট হইতে প্রাপ্ত দান, সরকারী অনুদান, বিদেশী অনুদান ও বিশেষ ব্যক্তিদের নিকট হইতে প্রাপ্ত অনুদানের মাধ্যমে এই সংস্থার তহবিল গঠিত হইবে। উক্ত সংঘের আদায়কৃত টাকা সংঘের নামে বাংলাদেশের যে কোন রাষ্ট্রয়ত্ব ব্যাংকে হিসাব খুলিয়া জমা দিতে হইবে। উক্ত হিসাব সভাপতি/সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের যুগ্মস্বাক্ষরে পরিচালিত হইবে। তবে কোষাধ্যক্ষের স্বাক্ষর বাধ্যতামূলক। সংঘের আদায়কৃত মাসিক চাঁদা ও দানের টাকা ৭ দিনের মধ্যে সংঘের হিসাবে জমা প্রদান করিতে হইবে।